অমরা- একটি একমুখী আলাপচারিতা
গত সপ্তাহে যে আমরা নিজেদের মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছিলাম। খুব কাছ থেকে দেখেছিলাম প্রকৃতির সামনে আজও, এখনও মানুষ কতখানি অসহায়। কতখানি একা। আজ আমার নবাগত শৈশবের যে শারীরিক অবস্থা – তার জন্যও কি ... ? আমি দুঃস্বপ্ন থেকে ধড়মড় করে জেগে উঠেছিলাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল। পরিবেশ আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সত্য ঘটনা অবলম্বনে একটি একমুখী আলাপচারিতা।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 23 December, 2021 | 750 | Tags : Climate Movement Health of Mothers Placenta Forest Fire Climate Change